সবুজবাগে যুবককে কুপিয়ে হত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২০, ১০:০৯ পিএম
রাজধানীর সবুজবাগ বাগপাড়া এলাকায় নাদির হোসেন (২৫) নামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড়বোন শিউলি আক্তার জানান, বাসাবো কদমতলা এলাকায় থাকেন তারা। বেকার নাদির মাদকাসক্ত ছিলেন। শুক্রবার বিকেলে আড়াই হাজার টাকা নিয়ে মার্কেটে যান তিনি। তারপর আর বাসায় ফেরেননি। পরে সংবাদ পাই কারা যেন নাদিরকে কুপিয়ে আহত করেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নাদিরের মৃতদেহ দেখতে পাই। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি আরো জানান, নাদিরকে কারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাও জানিনা। তার কাছে থাকা আড়াই হাজার টাকা ও দুটি মোবাইল পাওয়া যায়নি।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।