গুলশানে বারের সামনে হাতাহাতি, ৩ তরুণী গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ পিএম

ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে হাতাহাতি ও চুলাচুলির ঘটনায় তিন তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শারমিন আক্তার মিম (২৪), ফাহিমা ইসলাম তুরিন (২৬) ও নুসরাত আফরিন।
এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান হারুন অর রশীদ।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেচামেচিও করছিলেন তারা। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরুষ একপর্যায়ে তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।