ট্রাফিক ওয়ারী বিভাগের সঙ্গে পশুর হাটের ইজারাদারদের সভা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৪, ০৮:৫৪ পিএম

ছবি: ভোরের কাগজ
ট্রাফিক ওয়ারী বিভাগের সঙ্গে ট্রাফিক ওয়ারী বিভাগের অধীন ছয়টি পশুর হাটের ইজারাদারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম এবং সভাটি সঞ্চালন করেন এডিসি (ট্রাফিক-ওয়ারী) সুলতানা ইশরাত জাহান।
সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোকে কেন্দ্র করে সৃজিতব্য ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনার অন্যতম বিষয়বস্তু হল- চৌহদ্দির বাহিরে পশুর হাট আনা যাবে না, সার্ভিস রোডে পশুর খুঁটি গাড়া যাবেনা, পশুর হাটের ভলান্টিয়ার্সরা আইডি কার্ডসহ জ্যাকেট পরিধান করবে এবং তাদের একজন ফোকাল পয়েন্ট রাখতে হবে, নির্দিষ্ট স্থানে পশু আনলোড করতে হবে, পশুবাহী গাড়ি যে গন্তব্যে যেতে চায় তাকে সেই গন্তব্যে না যেতে দিয়ে জোরপূর্বক নিজের পশুর হাটে আনলোড করা যাবে না, পশুবাহী ট্রাক সড়কে পার্কিং করা যাবে না, ইজারা গ্রহণকারী বা হাট কর্তৃপক্ষ কর্তৃক সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করতে হবে, পশুর বর্জ্য ও হাট এলাকা প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ স্থানেই পশুর হাটের জন্য কন্ট্রোল রুম করতে হবে।
আরো পড়ুন: আনোয়ারা উদ্যান পার্ক হিসেবেই থাকবে
উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- পোস্তগোলা শ্মশান ঘাট সংলগ্ন পশুর হাটের ইজারাদার মো. মঈন উদ্দিন চিশতী, দনিয়া কলেজ যাত্রাবাড়ী সংলগ্ন পশুর হাটের ইজারাদার মো. কামরুজ্জামান, ধোলাইখাল ট্রাক টার্মিনাল পশুর হাটের ইজারাদার আশফাক আজিম, আমুলিয়া মডেল টাউনের ইজারাদার মোহাম্মদ এমদাদুর রহমান, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পশুর হাটের ইজারাদার মো. সিরাজুল ইসলাম এবং সারুলিয়া পশুর হাটের ইজারাদার মুহাম্মদ আলি।
সভায় আরো উপস্থিত ছিলেন- এসি কপিল দেব গাইন, এসি তানজিল আহমেদ এবং এসি মুস্তাইন বিল্লাহ ফেরদৌস।