ফ্যাশন ডিজাইনে রাজধানীতে প্রথমবারের মতো বিবি রাসেলের কর্মশালা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১০:০০ পিএম

ছবি: ভোরের কাগজ
রাজধানীতে প্রথমবারের মতো দুই দিন ব্যাপী নারীদের ফ্যাশন ডিজাইনের ওপর প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল। এছাড়া বিভিন্ন ধরনের অলংকার সামগ্রী, চামড়ার ব্যাগ এবং পাটের তৈরি পণ্যও থাকবে এ প্রদর্শনীতে ।
শুক্রবার (৭ জুন) উইমেন ইন ডিজিটালের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর মতিঝিলে রহমান চেম্বারে শুরু হয় এ প্রশিক্ষণ কর্মশালাটি। এটি চলবে শনিবার (৮ জুন) পর্যন্ত। এছাড়া এতে অংশগ্রহণকারী ২০ জন নতুন ফ্যাশন ডিজাইনারদের পণ্য প্রদর্শনীও থাকবে এ আয়োজনে।
এদিকে গত ১২ মার্চ রাজধানীতে নারীদের জন্য “ফ্যাশন ডিজাইন ক্র্যাশ কোর্স উইথ বিবি রাসেল” শীর্ষক ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ শুরু হয়েছিলো যা আয়োজন করে উইমেন ইন ডিজিটাল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল এই প্রশিক্ষণ কর্মসূচির নেতৃত্ব দেন।
এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশের ২০ জন নতুন ফ্যাশন ডিজাইনার দেশীয় কাপড়ের ব্যবহারকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায় । এছাড়া উদীয়মান ডিজাইনাররা শিখেছেন দেশীয় পণ্যকে আন্তর্জাতিক রূপ দেয়াসহ কিভাবে সিম্পলিসিটির মাধ্যমে অনেক ভালো কিছু করা যায়। এখানে তারা আরো শিখেছেন কাপড়ের রংয়ের ব্যবহার, সুতার ব্যবহারসহ এর বিভিন্ন ধরণের নিয়মাবলী। তারা গামছা, জামদানি, টাঙ্গাইল, মনিপুরীসহ বিভিন্ন ধরণের কাপড়ের সঙ্গে ওয়েস্টার্ন ফ্যাশনের মিশেলে তৈরি করেছেন নতুন ডিজাইন ।
বিবি রাসেল প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের পণ্য নির্বাচন থেকে শুরু করে পণ্যের গুণগত মান যাচাই এবং যেকোনো সমস্যার সমাধানে এ ধরণের প্রশিক্ষণ ও প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন। এছাড়া এই প্রদর্শনীর মাধ্যমে নারী উদ্যোক্তারা দেশীয় ফ্যাশন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছে সংশ্লিষ্টরা।
প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন, রামগঞ্জ পৌরসভার মেয়র, আবুল খায়ের পাটোয়ারী, দৈনিক ভোরের কাগজের সমপাদক ও জাতীয় প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি শ্যামল দত্ত, সিলেট উইমেন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়, বাংলা ক্রাফটের প্রেসিডেন্ট এস ইউ হায়দার, সিআরআই এর হেড অব রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ মফিজ কামাল অনিক, ওয়ার্ল্ড ব্যাংকের হোসন আরা ফেরদৌস সুমি, আইডিয়া প্রকল্পের সিনিয়র পরামর্শক ও অপারেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ গোসামী। এছাড়া মিনিস্ট্রি অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনের আরো অনেকেই উপস্থিত ছিলেন এতে।
অংশগ্রহণকারী ২০ জন নতুন ফ্যাশন ডিজাইনাররা হলেন:
তানিয়া ওয়াহাব, ফারহানা মুনমুন, মাহজাবীন রহিম মৈত্রী, জান্নাতুল ফেরদৌস হীরা, ফারাহ সিরাজ, রেহেমুমা হোসেন, রাহনুমা সুলতানা, শাহীন আক্তার কণা, মাহমুদা রহমান, মাসহুদা হক ইফা, এভলী চাকমা, নাসিমা আক্তার, রুবাইয়াত চৌধুরী, শাহীন শানীল, অলকা রানী কোচ, মাকসুদা পারভীন ইভা, তৌওহীদা আক্তার সংগীতা, ফারহানা আলম, রাইসা মনিজা আক্তার।