মেয়র তাপস
আগামী ৫ বছরে ঢাকা হবে বেকারমুক্ত নগরী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০২:১৯ পিএম

বেকারমুক্ত ঢাকা করতে মেয়র তাপসের ৫ বছরের পরিকল্পনা। ছবি : ভোরের কাগজ
পাঁচ বছর মেয়াদি বেকারমুক্ত ঢাকা গড়ার পরিকল্পনা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই প্রকল্পের নাম হবে ‘মেয়র শেখ তাপসের কর্মসংস্থান কর্মসূচি- ঢাকা হবে বেকার মুক্ত নগরী’। বুধবার (৩১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ ঘোষণা করেন তিনি। এ সময় চলতে অর্থবছরের জন্য ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।
মেয়র তাপস বলেন, আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে দেখছি যে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত ভোটার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাড়ির ট্যাক্স পরিশোধকারী পরিবারের অনেকেই এখনো বেকার রয়েছে। তারা যথাযথ কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে। তাই ঢাকাবাসীর সব পরিবারের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আমি পাঁচ বছর মেয়াদি এই কর্মসূচি ঘোষণা করছি।
আরো পড়ুন : ডিএমপির ৭ ইন্সপেক্টরকে বদলি
ডিএসসিসি মেয়র বলেন, আমরা শুধু অবকাঠামো উন্নয়নের জন্য নয়, তাদের পারিবারিকভাবে সহায়তা, তাদের সঙ্গে থাকার জন্য, তাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা নিবেদিত থাকবো। সেটা পুঁজি হোক সে কিংবা দোকান বরাদ্দ দিয়ে হোক আমরা থাকবো।
ঘোষণা দিয়ে মেয়র বলেন, ঢাকাবাসীর কর্মসংস্থানের দায়িত্ব অবশ্যই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যথাযথভাবে পালন করবে। ঢাকা হবে বেকার মুক্ত নগরী।
মেয়র তাপস বলেন, গত ৪ বছরে আমরা রাজস্ব দ্বিগুণেরও বেশি বাড়িয়েছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখন সাবলম্বী একটি প্রতিষ্ঠান। একই সঙ্গে এই সংস্থাটিকে আমরা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পেরেছি। ঢাকাবাসীর সহযোগিতায় আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আধুনিক সচল ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।