ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৮:০৯ এএম

ছবি: ভোরের কাগজ
রাজধানীর ডেমরায় আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি ডেমরা ৬৭ নাম্বার ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক বলে দাবি করেছেন তার পরিবার।
শুক্রবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে আবু সাঈদকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আপেল মাহমুদ জানান, আবু সাঈদ ডেমরা ৬৭ নাম্বর ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক। পাশপাশি ব্যবসায়ী।শুক্রবার সন্ধ্যার দিকে ডেমরা সারুলিয়া একটি স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগের লোকজন অতর্কিত আবু সাঈদের উপর হামলা করে। তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন: দেশজুড়ে ৪১৭ থানায় সেনা মোতায়েন
তিনি জানান, শুক্রবার যুবদলের পক্ষ থেকে এলাকায় একটি মিছিল করা হয়। সাংগঠনিক কাজকর্ম শেষে বাসার সামনে পৌছালে সেখানেই তার উপরে হামলা করা হয়েছে। হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আনোয়ার, আকবর, রনি, জ্বীন বাবু, সালামসহ অনেকে জড়িত।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আবু সাঈদ নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।