×

রাজধানী

‘ঘুষ বন্ধ’ আদেশক্রমে সাধারণ জনগণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৬:৩৯ পিএম

‘ঘুষ বন্ধ’ আদেশক্রমে সাধারণ জনগণ

ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েক সমন্বয়ককে হেফাজতে নেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলো ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনাসহ বেশ কিছু কারণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিন্টো রোডে ডিবির কার্যালয়ের প্রধান ফটকে লিখে রেখেছিলেন নানান পুলিশের অনৈতিক কাজের বিরোধিতা কারে বিভিন্ন স্লোগান। 

শেখ হাসিনা দেশ ছাড়ার পর ক্রমেই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। দেয়াল লিখন ও স্লোগানের ভাষাতেও আসে দৃশ্যমান পরিবর্তন। প্রতিবাদী শিক্ষার্থীরা এবার ডিবি কার্যালয়ের প্রধান ফটকে রংতুলিতে লিখেছেন নতুন কিছু। সেখানে লেখা হয়েছে– ‘ঘুষ বন্ধ’, ‘পুলিশকে জনগণের সেবা করতে হবে’: আদেশক্রমে সাধারণ জনগণ।

শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন সমযে সোমবার (৫ আগস্ট) ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান কর্মকর্তাসহ সবাই।  শুক্রবারেও কেউ অফিসে ফেরেননি। দু-একজন এলেও হাজিরা দিয়েই আবার বের হয়ে গেছেন। সেনাবাহিনী ও আনসার সদস্যরা এখন কার্যালয়টির নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। 

রবিবার (১১ আগস্ট) থেকে ডিবি অফিস পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন কার্যালয়টির সামনে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর সদস্যরা। তবে ডিবির কোনো কর্মকর্তার কাছ থেকে এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি।

ডিবি কার্যালয়ের পাশে শান্তিনগর রোডের মুখ থেকে অফিসার্স ক্লাব পর্যন্ত প্রায় ৪০০ মিটার শাখা রোডটির দুপাশের দেয়ালে বিভিন্ন লেখা দেখা গেছে। সরকার পতনের বিভিন্ন স্লোগানের পাশাপাশি দেয়ালে শোভা পাচ্ছে প্রতিবাদী ও শিক্ষামূলক কার্টুন এবং সাম্যের স্লোগান। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আঁকা হয়েছে বিভিন্ন ছবিও।

আরো পড়ুন: সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের দেয়ালে দেখা গেছে ছবি আঁকতে। কলেজটির এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী ফারহানা হক, শাহেলা আক্তার ও ইশরাত জাহান অহনা অংশ নিয়েছেন ছবি আকায়। তাদের মধ্যে কেউ সাদা, কেউ নীল রঙে দেয়াল রাঙাতে ব্যস্ত। তাদের পাশেই আরো অনেক শিক্ষার্থীই আঁকাআঁকি করছিলেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App