সদরঘাটে ফুটপাত দখল নিয়ে দুই হকার গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৫

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ এএম

ছবি: ভোরের কাগজ
পুরান ঢাকার সদরঘাট এলাকায় ফুটপাত দখল নিয়ে হকারদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
আহতদের মধ্যে রয়েছেন মো. রাজু ৩২, পলাশ ৩২, রিয়াজ ৩০, কাজল এবং রতন শামীম। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাতের দোকান বসানো নিয়ে স্থানীয় হকার নেতা দেলোয়ার ও আনিছুর রহমানের মধ্যে কয়েকদিন ধরে চলা বিরোধ সোমবার সংঘর্ষের রূপ নেয়। এদিন দেলোয়ারের পক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা কিরণ, যুবদলের সজল, আক্তারসহ ৮০ জনের বেশি নেতাকর্মী অংশ নেয় বলে জানা গেছে।
আহত আনিছুর রহমান বলেন, দেলোয়ারের নেতৃত্বে একদল মানুষ আমাদের দোকানগুলো দখল করার চেষ্টা করছে। তারা ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে নতুন দোকান বসানোর চেষ্টা করছিল। আমি তাদের বাধা দিলে হঠাৎ করেই আমার ওপর হামলা চালায়। পাশে থাকা হকাররাও এগিয়ে এলে তাদেরও মারধর করে দেলোয়ারের লোকজন।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হযরত আলী এ বিষয়ে বলেন, আনিছুর রহমান আগে আমাদের সংগঠনের সাথে যুক্ত ছিল। তবে সম্প্রতি হকার্স দল নামে একটি নতুন সংগঠনের সাথে যুক্ত হয়ে চাঁদাবাজি ও দখলদারিতে জড়িয়েছে। অন্যদিকে দেলোয়ারও একই ধরনের অপরাধে লিপ্ত। এদের মধ্যে চলা বিরোধের ফলে সাধারণ হকাররা ক্ষতির শিকার হচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, ঘটনার পরপরই ৫ জনকে আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে। বর্তমানে সদরঘাট এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা প্রক্রিয়াধীন রয়েছে।