যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৮:৪২ এএম

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাসেল শিকদার (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুতুবখালী রসুলপুর সেলফির মোড়ে এই ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নীপতি রিপন কাজী জানান, আগে যাত্রাবাড়ী কাঁচামাল ব্যবসা করতেন রাসেল। তার বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায়। বর্তমানে রসুলপুরের ওই এলাকায় ভাড়া থাকেন তারা। এক মেয়ে সন্তানের জনক তিনি।
তিনি জানান, সন্ধ্যায় বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন রাসেল। তখন স্থানীয় বেশ কয়েকজন যুবক এসে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে তাকে। দেখতে পেয়ে লোকজন বাসায় খবর দিলে তাকে উদ্ধার করে প্রথমে এলাকার একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন রিপন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
আরো পড়ুন : ভোটার তালিকা হালনাগাদ স্থগিত