×

রাজধানী

মিরপুরে উবার চালক নিখোঁজ, শেষ অবস্থান ছিলো টঙ্গীতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পিএম

মিরপুরে উবার চালক নিখোঁজ, শেষ অবস্থান ছিলো টঙ্গীতে

নিখোঁজ উবার চালক উবার চালক তারিকুল ইসলাম (৩২)। ছবি: ভোরের কাগজ

   

রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে উবার চালক তারিকুল ইসলাম (৩২) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের বিষয়ে তার স্ত্রী তাসলিমা আলম মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩৯৮) করেছেন। এ ছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারিকুলের শেষ অবস্থান টঙ্গীর রেল গেট এলাকায় ছিল। অভিযোগ রয়েছে, তারিকুল ফেসবুকে গাড়িটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন, যা তার নিখোঁজ হওয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে। ধারণা করা হচ্ছে, কোনো ক্রেতা গাড়িটি কেনার জন্য তাকে ডেকে নিয়ে গিয়ে গাড়ি ছিনতাই করে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

জিডিতে তাসলিমা আলম উল্লেখ করেন, আমার স্বামী গাড়ি চালানোর উদ্দেশ্যে বের হয়ে ফেরেননি। তাঁর দুটি মোবাইল নম্বর বন্ধ রয়েছে এবং অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যাচ্ছে না। মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. শহিদুল্লাহ জানান, আমরা তথ্যপ্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্তের চেষ্টা করছি এবং ওইদিন তিনি কার সঙ্গে ফোনে কথা বলেছেন, সেটি যাচাই করা হচ্ছে।

তারিকুলের বড় ভাই কামরুল ইসলাম বলেন, তিনি দেড় বছর ধরে নিজের কেনা প্রাইভেটকার দিয়ে উবার চালান। বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয়। পরের দিন সকাল ৮টার দিকে ফোনে যোগাযোগ করা হলে কেউ রিসিভ করেনি। এরপর থেকে ফোন বন্ধ রয়েছে। তিনি আরো জানান, তারিকুল ফেসবুক পেজে গাড়ির ছবি পোস্ট করে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন।

তারিকুলের বন্ধু আরিফ বলেন, আমি গাড়ির ব্যবসা করি এবং আমরা একে অপরের সঙ্গে জিমেইলে লোকেশন শেয়ার করি। তারিকুলও আমার সঙ্গে লোকেশন শেয়ার করতো। সবশেষ তথ্য অনুযায়ী, তিনি টঙ্গী রেল স্টেশন এলাকায় ছিলেন। তিনি আরো জানান, তারিকুল ঋণ নিয়ে গাড়িটি কিনেছিলেন এবং ঋণ পরিশোধের জন্য দীর্ঘক্ষণ পরিশ্রম করতেন।

আরো পড়ুন: সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা ধারণা করছেন, কেউ গাড়ি কেনার কথা বলে টঙ্গী নিয়ে যেতে পারে বা তিনি ছিনতাইকারীদের কবলে পড়তে পারেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App