নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পলিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম

ছবি : ভোরের কাগজ
নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে আশার আলো সোসাইটির উদ্যোগে 'নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস' পালন করা হয়েছে। অনুষ্ঠানটি উদযাপনে সহযোগিতায় ছিল ইউরোপীয় ইউনিয়ন এবং অক্সাফাম।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে সংস্থাটি। আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার নারী, গৃহকর্মী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।
এদিন বিকেল ৩টায় আশার আলো সোসাইটির আদাবর অফিস থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পদক্ষেপ অফিসে এসে শেষ হয়। পরে পদক্ষেপের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাটিয়ার মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক জিনাত জাহান বিনতে মান্নান।
আরো পড়ুন : ‘অহিংস গণঅভ্যুত্থান’-এর আহ্বায়ক মোস্তফা পুলিশ হেফাজতে
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি যদি আমার বাসার গৃহকর্মীকে সম্মান করি, আমার সন্তান সেখান থেকে শিখবে। সে যখন বড় হবে তার সন্তানও তার কাছ থেকে একই ভাবে শিখবে। আমরা আমাদের ঘর, সন্তান ও পরিবার আপনাদের (গৃহকর্মীদের) কাছে রেখে আসি। আমরা যেভাবে আপনাদের যত্ন করার চেষ্টা করব, আপনারা ঠিক একই ভাবে আমার সন্তান এবং ঘরটাকে যত্নে রাখবেন। আপনি আমার কাছ থেকে এবং আমি আপনার কাছ থেকে যখন একই ব্যবহারটা পাব তখনই আপনার আমার ব্যবধানটা দূর হবে।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনওপি+ এর নির্বাহী পরিচালক মো আব্দুর রহমান, আশার আলোর প্রোগ্রাম ম্যানেজার মো. সানোয়ার হোসেন, আশার প্রদীপের চেয়ারপারসন শিরিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশার আলোর সোসাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমান।