মার্কিন দূতাবাসের নতুন ভ্রমণ সতর্কতা

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম

দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও উল্লেখ করা হয়। ছবি : সংগৃহীত
বিশ্ব ইজতেমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে কিছু নির্দেশনা দেয়া হয়।
সেখানে উল্লেখ করা হয়, টঙ্গী, গাজীপুর এবং আশেপাশের এলাকায় ভ্রমণকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ, বিশ্ব ইজতেমা, আগামী ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এবং ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। সমাবেশস্থল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে। সম্ভাব্য জনসমাগম হবে প্রায় চার মিলিয়ন।
আরো পড়ুন : বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আজ, ময়দানে বাড়তি সতর্কতা
এই বৃহৎ সমাবেশের কারণে ঢাকা মহানগরীর যানবাহন ও পথচারী চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। বিমানবন্দরে পৌঁছাতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এর ফলে ঢাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে।
করণীয় সম্পর্কে যা বলা হয়েছে
আপনার ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করুন এবং অতিরিক্ত ভ্রমণের সময় ও সম্ভাব্য বাতিল বিবেচনা করুন। যারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করবেন, তারা অবশ্যই তাদের বিমান টিকিট সঙ্গে রাখুন এবং পুলিশ চেকপয়েন্টে তা দেখাতে প্রস্তুত থাকুন।
দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও উল্লেখ করা হয়।
এছাড়াও বড় জনসমাগম, প্রতিবাদ বা বিক্ষোভের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।