×

চট্টগ্রাম

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ২১৩ মেগাওয়াট

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:২৬ পিএম

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ২১৩ মেগাওয়াট

ছবি: ভোরের কাগজ

   

গত দুই দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে গত সপ্তাহে গড়ে ২০০ হতে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে। 

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, শনিবার সকাল ১১টা পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে সর্বমোট ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা এই বছর সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। তার মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ১নম্বর ইউনিটে ৪৬ মেগাওয়াট, ২নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। কাপ্তাই হ্রদে পানির পরিমাণ আরো বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে তিনি জানান। 

আরো পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৮ বস্তা টাকা

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের বর্তমানে ৯৪ দশমিক ২০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শনিবার সকাল ১১টা পর্যন্ত হ্রদে ৯৬ দশমিক ৭৯ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই হ্রদে বর্তমানে পানির পরিমাণ বেশি রয়েছে। 

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ হতে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App