×

চট্টগ্রাম

ব্লাক জয় নাকি সোনিয়া, দেশের বিপদে কাকে এগিয়ে রাখবেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:৩৪ পিএম

   

দেশের যখন করুণ পরিস্থিতি থাকে তখন অনেকেই এগিয়ে আসেন দেশকে রক্ষার্থে। তবে সচরাচর আমরা দেশের পাশে তাদেরকেই সবচেয়ে বেশি চাই যাদের ওপর আমাদের আস্থা অনেক বেশি থাকে। এই আস্থা একদিনে আসেনা আমাদের মাঝে,বহুদিনের সফলতা ও ব্যক্তিগত কাজকর্মের ফলেই আমাদের আস্থা অর্জন করে নিয়েছেন দেশের অনেকেই। তবে আমরা হতাশ তখনই হই যখন আমাদের আস্থা অর্জন করা ব্যক্তিগুলো আশানুরূপ দেশের কোনো কাজেই আসেন না।

ব্লাক জয়কে আমরা অনেকেই চিনি, সম্প্রতি তার কিছু উদ্ভট ভাইরাল ভিডিওর মাধ্যমে আলোচনায় এসেছিলেন তিনি। তবে ব্ল্যাক জয় প্রতিষ্ঠিত কোনো ইউটিউবার বা ব্লগার নয়। ফানি ভিডিও বানানো এই ব্ল্যাকখ্যাত ব্যাক্তি দেশের তরুণ সমাজের কাছে ফানিবয় হিসেবে সুপরিচিত। তার প্রচার করা ভিডিওগুলো কোনো ইনফরমেশন ও বহন করেনা। মূলত তাকে ট্রল করেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এনেছেন নেটিজেনরা।

অপরদিকে আলোচিত ইউটিউবার খাদিজাতুল কোবরা সোনিয়া। তরুণ সমাজের কাছে অনেক পরিচিত এবং অনেকের আইডল হিসেবেও রয়েছেন তিনি। মূলত তিনি ইংলিশ বইয়ের রিভিউ করেন এবং কীভাবে বিদেশে যাওয়া যায় এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে থাকেন। তাকে ফলো করেন এদেশের লাখো তরুণ তরুণীরা।

সম্প্রতি দেশের বন্যা পরিস্থিতিতে নেটদুনিয়ায় এই দুজইকে একসাথে আলোচনা সমালোচনায় আনছেন নেটিজেনরা। এক্ষেত্রে দেখা যায় ভিন্ন এক রূপ। স্বভাবগতভাবে যেখানে সোনিয়াকে সাধুবাদ জানানোর কথা সেখানে তাকে নেটিজেনরা রীতিমত তুলোধুনো করছেন আর অপরদিকে ব্যাক জয়কে সাধুবাদ জানিয়ে আলোচনার তুঙ্গে নিয়ে গেছেন ।

সম্প্রতি খাদিজাতুল কোবরা সোনিয়া তার ফেসবুকে একটি ভিডিও ছাড়েন যেখানে তিনি বলেন বন্যা পরিস্থিতিতে ফান্ড কালেকশনের জন্য পোষ্ট  করা তার পক্ষে সম্ভব না। কারণ উল্লেখ করে তিনি জানান ,ফান্ড কালেকশন পোষ্ট করলে তার নামের সাথে ফান্ড ট্যাগ যুক্ত হয়ে যাবে আর যেটা তিনি কখনই চান না। আর এই ভিডিও দেয়ার পরেই তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। তোপের মুখে শেষ পর্যন্ত ভিডিওটি ডিলেট করতেও বাধ্য হন তিনি।

অপরদিকে ব্ল্যাক জয়কে দেখা যায় অন্যান্য ইউটিউবারের সাথে তিনি নিজে বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য সক্রিয় রয়েছেন প্রথম থেকেই। তার এই কাজকর্মে ্নেটিজেনরা বিমোহিত হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই সোনিয়ার সাথে তার তুলনা দিয়ে বলছেন ‘খারাপ মানুষেরা খারাপ সময়ে কাজে আসেন’। নেটিজেনরা এটাও বলছেন ‘যাকে আমরা ভিলেন ভেবেছিলাম সেই আসলে নায়ক আর যাকে ভেবেছিলাম নায়ক সেই প্রকৃত ভিলেন।

সোনিয়া তার ভিডিওতে ফান্ড ট্যাগেরধারীদের নাম উল্লেখ না করে ইংগিত দেন তাদের মত তিনি ট্যাগধারী হতে চান না। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বলাই যায় তিনি গায়ক তাসরিফ খান,তোউহিদ আফ্রিদি তাদেরকেই উদ্দেশ্য করে বলেন এ কথা। যেখানে তোপের মুখে থাকার পরেও তাসরিফ খান বন্যাকবলিত মানুষদের সাহায্য করছেন এবং দেশবাসীর কাছে অনুরোধ করেন যেনো তাকে সহযোগিতা করার সুযোগ দেয়া হয়।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App