×

চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণের জন্য হাহাকার

Icon

মো. কামাল হোসেন, লক্ষ্মীপুর থেকে

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণের জন্য হাহাকার

জেলার প্রায় ৯০ ভাগ এলাকা পানির নিচে। ছবি : ভোরের কাগজ

   

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বর্তমানে জেলার প্রায় ৯০ ভাগ এলাকা পানির নিচে। বুধবার (২৮ আগস্ট) পানির উচ্চতা আরো বৃদ্ধি পেয়েছে, যা মঙ্গলবার আরো কম ছিল। ফলে চরম সংকট পরিস্থিতি দেখা দিয়েছে জেলাজুড়ে। পানির উচ্চতা না কমলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৯০ ভাগ এলাকাই এখন পানির নিচে। এতে ৭ লাখ ৪৭ হাজার ৪২০ জন পানিবন্দি হয়ে পড়েছেন। চারদিকে এখন বানভাসি মানুষের হাহাকার। এরই মধ্যে দেখা দিয়েছে পর্যাপ্ত ত্রাণ ও বিশুদ্ধ পানির সংকট। সোমবার ভোরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে আবদুল মালেকসহ এ পর্যন্ত বন্যায় ৩ ব্যক্তি মারা গেছেন। 

চুরি ডাকাতি ও লুটের ভয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে না গেলেও বন্যার্ত হাজার হাজার মানুষ ছুটছেন আত্মীয়-স্বজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশ্রয়ণ কেন্দ্রে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, চাল-ডাল, সুপেয় পানি ও ওষুধসহ নানা সামগ্রী পৌঁছে দিচ্ছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আবার অনেক এলাকায় বেশি পানি থাকার কারণে ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। এতে করে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়া ত্রাণ সামগ্রী বিতরণে কোনো সমন্বয় ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় চরম দূরাবস্থায় রয়েছে বানভাসি মানুষ। দ্রুত ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য দাবি জানিয়েছে পানিতে আটকে থাকা এসব বাসিন্দারা।

আরো পড়ুন : টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত হয়েছে। নোয়াখালী থেকে রহমতখালী খাল, ভুলুয়া খাল ও ওয়াপদা খাল হয়ে ব্যাপকভাবে পানি ঢুকতেও দেখা গেছে। এতে পনির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। মানুষজন আশ্রয়কেন্দ্রে ছুটছে। তবে পানিবন্দি অনেকেই বাড়িঘর ছেড়ে আত্মীয়ের বাড়িতেও আশ্রয় নিয়েছেন আবার অনেকই পানিবন্দি হয়ে নিজ ভিটায় অবস্থান করছেন।

জেলার বিভিন্ন এলাকার পানিবন্দিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্গম এলাকাগুলোতে পানিবন্দিদের জন্য কোনো খাবার যাচ্ছে না। এজন্য ফেসবুকসহ নানাভাবে ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে পর্যাপ্ত নৌকার প্রয়োজন।

লক্ষ্মীপুরে রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসে কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। বন্যার অবনতি হচ্ছে। আরো বৃষ্টি কয়েকদিন থাকবে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হবে।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App