‘মুরুব্বি, মুরুব্বি উঁহু’ বলায় কিশোরীর শরীরে গরম পানি নিক্ষেপ, অভিযুক্ত নারী গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

অভিযুক্ত নারী সায়েরা খাতুন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা এক বৃদ্ধকে ‘মুরুব্বি মুরুব্বি, উঁহু’ বলায় ১২ বছরের এক কিশোরীর গায়ে গরম পানি ফেলার ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নারীর নাম সায়েরা খাতুন, বয়স ৬০ বছর। রবিবার (২৩ সেপ্টম্বর) ভোর রাতে চট্টগ্রামের আনোয়ারার বটতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এর আগে সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন।
জানা গেছে, গত বুধবার বিকালে কয়েকজন শিশু-কিশোরের সঙ্গে পপি নানাবাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ (৬৫) নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু-কিশোরদের সবাই ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ করে দুষ্টুমি শুরু করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও শিশু-কিশোরদের কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুন (৬০) গরম পানি নিয়ে উঠানে আসেন। একপর্যায়ে কিশোরী পপি আকতারের মাথায় গরম পানি ঢেলে দেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, রবিবার রাতে এ ঘটনায় আহত পপির নানা আমির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : সংকটে সাজেকে আটকে পড়া দেড় হাজার পর্যটক