বাঞ্ছারামপুরে বড় জা'য়ের লাথিতে ছোট জা নিহত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম

নিহত ছনি বেগম। ছবি : ভোরের কাগজ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় জা-এর লাথিতে তিন সন্তানের জননী ছোট জা ছনি বেগম নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছনি বেগম কালিকাপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ নবী হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি রাধানগর গ্রামে তার বাবার নাম আব্দুল খালেক। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় ৬ জনকে আসামি করে নিহতের পিতা আব্দুল খালেক বাদী হয়ে একটি হত্যা মামলার দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়ন কালিকাপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় মাথা থেকে গোবরের বোঝা না নামানোকে কেন্দ্র করে নিহত ছনি বেগমের বড় জ্যা আনোয়ারা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনোয়ারা বেগম ছনি বেগমকে তলপেটে লাথি ও কিল ঘুসি দেয়, এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকার নেয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে মারা যান ছনি বেগম।
বিষয়টি তার পরিবার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ এনে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
আরো পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
নিহতের বাবা আব্দুল খালেক বলেন, আমার মেয়ে তার বড় জায়ের গোবরের বোঝা মাথা থেকে নামিয়ে দেয়নি বলে সে আমার মেয়ের তলপেটে লাথি মেরে হত্যা করে। আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার দাবি করছি।
নিহতের চাচা মহসিন মাস্টার বলেন, আমার ভাতিজিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করেছে তার বড় জা আনোয়ারা বেগম। এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে হত্যাকারীর ফাঁসির দাবি করছি।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই জা'য়ের মধ্যে কথা কাটাকাটি ঘটনায় লাথি মারে ও কিল ঘুসি মারে এ সময় তার সঙ্গে থাকা স্বামী-সন্তান ও তাকে মারধর করে বলে শুনেছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।