চট্টগ্রাম ও কুমিল্লায় মধ্যরাতে ভয়াবহ আগুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ এএম

একাধিক স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ছবি : সংগৃহীত
কুমিল্লা চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রবিবার রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দাউদকান্দি এবং তারপর কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন।
কুমিল্লা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে। চান্দিনা ও দাউদকান্দি নিয়ন্ত্রণ করতে না পারায় কুমিল্লাকে কল করা হয়। আগুনের অবস্থা ভয়াবহ। আমরা কাজ করছি। আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমাদের কর্মীরা কাজ করছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এখনে সবগুলোই ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল।
আরো পড়ুন : জাহাজে ৭ খুন: আসামি আকাশ কেন ইরফান, তদন্তে বেরিয়ে এলো
এদিকে, রবিবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের নগরীর উত্তর কাট্টলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
উত্তত কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্ম পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ আছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, একাধিক স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।