এবার মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো ‘জয় বাংলা’, সব এলইডি বন্ধের নির্দেশ

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

ছবি: ভোরের কাগজ
‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ ফেনী বড় জামে মসজিদের এলইডি স্ক্রীনে এমন লেখা ভেসে ওঠার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফেনী শহরের বিপণিবিতানসহ বিভিন্ন স্থানে অনেকগুলো এলইডি স্ক্রিন বসানো রয়েছে। এসব স্ক্রিন ষড়যন্ত্রকারীরা ব্যবহার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা ভেসে ওঠার পর শতশত জনতা একত্রিত হয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে।
আরো পড়ুন: সীমান্ত পরিস্থিতিতে মিয়ানমার সরকার-আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে
তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করেন জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এ ঘটনায় মসজিদের ক্যাশিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
অপরদিকে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ফেনী শহরের মিজান রোডের মাথায় স্থাপিত ইসলামী ভাষ্কর্যের স্ক্রিনে ভারতীয় বিজ্ঞাপন প্রচার হলে ধর্মপ্রাণ মুসলিম কমিউনিটিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন সব এলইডি স্ক্রিন বন্ধের সিদ্ধান্ত জানায়।