×

চট্টগ্রাম

মেঘনায় আইন অমান্যকারী দুটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সিলগালা

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

মেঘনায় আইন অমান্যকারী দুটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সিলগালা

ছবি: ভোরের কাগজ

   

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে অবস্থিত নিউ আল-শেফা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মুম ডেন্টাল কেয়ার সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান।

জানা যায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আল-শেফা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য কর্তৃপক্ষ পত্র প্রেরণ করেছিল। কিন্তু প্রতিষ্ঠানটি নির্দেশ অমান্য করে নাম পরিবর্তন করে ‘নিউ আল-শেফা জেনারেল হাসপাতাল’ নামে কার্যক্রম চালু রাখে। সম্প্রতি এক প্রসূতি রোগীকে ভুল চিকিৎসার অভিযোগে মামলা হলে প্রশাসন পদক্ষেপ নেয়।

এর আগেও এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল। তখন আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। তবে পরবর্তীতে অনুমোদন নিয়ে নতুন নামে কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবারের অভিযানে এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে বেআইনি ঘোষণা করে সিলগালা করা হয়।

আরো পড়ুন: জেলার শ্রেষ্ঠ ওসি কিশোরগঞ্জ মডেল থানার আব্দুল্লাহ আল মামুন

অপরদিকে, মুম ডেন্টাল কেয়ার অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং বেআইনিভাবে প্রেসক্রিপশন দেয়ার দায়ে সিলগালা করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা ডা. সায়মা রহমান বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কুমিল্লা সিভিল সার্জন অফিসের নির্দেশক্রমে নিউ আল-শেফা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটি আগে থেকে বন্ধের নির্দেশনা উপেক্ষা করে নাম পরিবর্তন করে বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে আসছিল, যা আইন ও নীতিমালার চরম লঙ্ঘণ। মুম ডেন্টাল কেয়ারের ক্ষেত্রেও একইভাবে একাধিকবার সতর্ক করার পরও তারা পরিবেশ উন্নয়ন বা কার্যক্রমের মানোন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। তাই জনস্বাস্থ্যের সুরক্ষার স্বার্থে এটিও সিলগালা করা হয়।

তিনি আরো বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করা। কোনো প্রতিষ্ঠানই আইন ও নীতিমালা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা কোনো অনিয়ম বা অবহেলা মেনে নেব না। এমনকি মেঘনায় অবৈধ ও নিম্নমানের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমানসহ জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App