×

চট্টগ্রাম

মেঘনায় তারুণ্যের উৎসবের ফাইনালে গোবিন্দপুরের জয়

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:২১ পিএম

মেঘনায় তারুণ্যের উৎসবের ফাইনালে গোবিন্দপুরের জয়

ছবি: ভোরের কাগজ

   

কুমিল্লার মেঘনা উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গোবিন্দপুর ইউনিয়ন ও ভাওরখোলা ইউনিয়ন।

উত্তেজনাপূর্ণ এই খেলায় গোবিন্দপুর ইউনিয়ন ৩-১ গোলে ভাওরখোলা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচজুড়ে গোবিন্দপুর দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কবি নজরুল কলেজের সমন্বয়ক রুপমিয়া হোসাইন রাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য ও মেঘনা উপজেলার ছাত্র প্রতিনিধি মো. নাদিমুজ্জামান, মো. স্বপন মিয়া ও দিদার হোসেন। এছাড়াও এলাকার গুণীজন ও দর্শকদের উপস্থিতি ফাইনাল ম্যাচকে আরো প্রাণবন্ত করে তোলে।

আরো পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস বলেন, ‘তারুণ্যের এমন আয়োজন নতুন প্রজন্মকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে ইতিবাচক কাজের প্রতি উৎসাহিত করবে।’

উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ মেঘনা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এর অংশ হিসেবে আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্ট। পুরো আয়োজনকে কেন্দ্র করে মেঘনায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App