×

সারাদেশ

শেরপুরে এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৯:২৫ পিএম

শেরপুরে এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বর্জন

শেরপুর দায়রা জজ আদালত ভবন / ফাইল ছবি

   

আল মামুন নামে এক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। সমিতির এক সদস্যের দায়ের করা মামলায় পক্ষপাতমূলক ভূমিকা ও কর্মকর্তাদের অবমূল্যায়নের অভিযোগে বুধবার (২৭ অক্টোবর) বিকেলে সমিতির সভাকক্ষে সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সমিতির সদস্য অ্যাডভোকেট শাহনূর রহমান রুবেলকে অ্যাসল্টসহ হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা এক মামলায় আল আমিন খানসহ পাঁচ জন আসামির উচ্চ আদালত থেকে নেওয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ ২১ অক্টোবর শেষ হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ হয়। তারা বুধবার দুপুরে শেরপুর সদরে সি. আর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগের গুরুত্ব বিবেচনায় না নিয়ে ওই বিষয়ে আপোষের তাগিদ দেন। এতে সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবীরা বলেন, আসামিদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তারা সংশ্লিষ্ট আইনজীবী ও তার পরিবারসহ সমিতির নেতাদের প্রতি চরম অসম্মান দেখিয়েছেন। তাই মামলার অভিযোগের গুরুত্ব বিবেচনার আবেদন জানালে ওই বিচারক সরাসরি আত্মসমর্পণকারী আসামিদের পক্ষে অবস্থান নেন এবং শুনানিতে অংশ নেওয়া আইনজীবী নেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ওই অবস্থায় সমিতির সভাপতির আহবানে উপস্থিত সকল আইনজীবী তার আদালত ত্যাগ করেন। অন্যদিকে ওই বিচারকের আদালত ত্যাগের পরেও আইনজীবীর মামলায় আত্মসমর্পণকারী পাঁচ আসামিকেই জামিনে মুক্তি দেন ওই বিচারক। পরে বিকেলে এক জরুরি সভায় উদ্ভুত অবস্থার সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত ওই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল কাদের খান, ইমাম হোসেন ঠান্ডু, গোলাম কিবরিয়া বুলু, এম কে মুরাদুজ্জামান, আবুল মানসুর স্বপন, খন্দকার মাহবুবুল আলম রকীব প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App