ঘাটাইলে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১১:৫৮ এএম

প্রতীকি ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামে তিনজনের মরদেহ উদ্ধারের খবরে উৎসুক মানুষের ভিড়। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ঘাটাইল থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ বছরের একটি শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তিনজন হলেন- খামারপাড়া এলাকার মৃত হযরত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) এবং অজ্ঞাত যুবক (৩৫)।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, হামিদপুরের খামারপাড়ার চড়াবাড়ি পাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।