ট্রেনে কাটা পড়ে উত্তরা ইপিজেডের ৩ শ্রমিক নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৯:২৬ এএম

প্রতীকী ছবি

বুধবার সকালে নীলফামারীর দারোয়ানীতে লেভেলক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হতাহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের ঘিরে রেখেছেন কিছু উৎসুক মানুষ
নীলফামারীর দারোয়ানীতে লেভেলক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। এছাড়া আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।