এ কেমন শত্রুতা, বিষ প্রয়োগে মারা গেছে ধানের চারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১০:৫৮ এএম

বিষ প্রয়োগ করার পর সদ্য রোপণ করা বোরো ধানের চারাগুলো মরে শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ছবি: ভোরের কাগজ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের রামবাড়ী গ্রামে প্রায় ৩০ শতাংশ জমিতে সদ্য রোপণ করা বোরো ধানের চারায় বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। সম্প্রতি রাতে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে ধান ক্ষেতের মালিক স্থানীয় বাসিন্দা মৃত হামেদ আলীর ছেলে আলতাফ হোসেন (৫৮) ক্ষেতে গেলে এমন ঘটনা তার চোখে পড়ে। এতে তার পরিবার ভবিষ্যতে খাদ্যের হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন আলতাফ হোসেন।
সরেজমিনে দেখা যায়, রাতের আঁধারে কে বা কারা ক্ষেতে ধানের আগাছা মারার বিষ প্রয়োগ করেছে ফলে চারাগুলো মরে শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আশপাশের ক্ষেতগুলোর রং সবুজ হলেও বিষ প্রয়োগ করা ক্ষেতের রং হলুদ ও তামাটে।
আলতাফ হোসেন জানান, এই জমিটুকু ২ লাখ টাকার বিনিময়ে বন্ধকী রাখা হয়েছে। বোরো ধানের চারা লাগাতে প্রায় ১০ হাজারের মতো টাকা খরচ হয়েছে তার। এই ক্ষেতের ফসল দিয়েই তার পরিবারের সারা বছরের খাবারের জোগান হতো। এ সময় তিনি যারা বিষ প্রয়োগ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন।
১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলেফ হোসেন বলেন, কারও সঙ্গে মতবিরোধ থাকতেই পারে, তবে এজন্য ফসল নষ্ট করতে হবে এটা কখনো মানুষের কাজ হতে পারে না। ফসলের সঙ্গে কিসের শত্রুতা।