
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৬:৪০ পিএম
আরো পড়ুন
পদ্মা নদীতে ৩২ কেজির ‘ব্লাড কার্প’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫ এএম

ব্লাড কার্প মাছ দুটির ওজন ৩২ কেজি। ছবি: ভোরের কাগজ
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলে আফসার আলীর জালে দুটি ৩২ কেজির ‘ব্লাড কার্প’ মাছ ধরা পড়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদ্মা নদীর পলাশিফতেপুর এলাকায় এ মাছ দুটি ধরা হয়েছে।
জানা যায়, চকরাজাপুরের আফসার আলী প্রতিদিনের মতো পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। জাল ফেলার কিছুক্ষণ পর তার জালে দুটি ব্লাড কার্প ধরা পড়ে। পরে মাছ দুটি ওজন করা হলে একটি ১৫ কেজি ও আরেকটি ১৭ কেজি হয়। খায়েরহাট গ্রামের মাছ ব্যবসায়ী আলী হুসেন ১৬ হাজার ৬৪০ টাকায় মাছ দুটি কিনে নেন।
তিনি মাছগুলো ঢাকায় পাঠিয়েছেন বলে জানান।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ব্লাড কার্প মাছ দুটির ওজন ৩২ কেজি। ছবি: ভোরের কাগজ
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলে আফসার আলীর জালে দুটি ৩২ কেজির ‘ব্লাড কার্প’ মাছ ধরা পড়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদ্মা নদীর পলাশিফতেপুর এলাকায় এ মাছ দুটি ধরা হয়েছে।
জানা যায়, চকরাজাপুরের আফসার আলী প্রতিদিনের মতো পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। জাল ফেলার কিছুক্ষণ পর তার জালে দুটি ব্লাড কার্প ধরা পড়ে। পরে মাছ দুটি ওজন করা হলে একটি ১৫ কেজি ও আরেকটি ১৭ কেজি হয়। খায়েরহাট গ্রামের মাছ ব্যবসায়ী আলী হুসেন ১৬ হাজার ৬৪০ টাকায় মাছ দুটি কিনে নেন।
তিনি মাছগুলো ঢাকায় পাঠিয়েছেন বলে জানান।