চরফ্যাসনে ভোরের কাগজের ৩১ বছরে পদার্পণ উদযাপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৮ পিএম

বহুল প্রচারিত দৈনিক ভোরের কাগজের ৩১ বছরে পদার্পণ উপলক্ষে ৩০তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চরফ্যাসন প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের মিলনায়তন চত্তরে মিলিত হয়।
ভোরের কাগজ চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি এ.আর সোহেব চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়ছার আহমেদ দুলাল, মনির উদ্দিন চাষী, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, প্রেসক্লাব সহসভাপতি ইয়াছিন আরাফাত. আবু সিদ্দিক , আমির হোসেন,কামাল মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জামাল মোল্লা, নোমান সিকদার, দপ্তর সম্পাদক মিজানুর রহমান নয়ন,ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান নাজমুল প্রমুখ। এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে শুরু হয় ভোরের কাগজের যাত্রা। সেই চেতনা লালনে আজো অবিচল সংগ্রাম করছে পত্রিকাটি। নানা অন্যায়-অবিচারের সঙ্গে আপসহীন অবস্থান, দেশের স্বার্থ ও সমৃদ্ধির পক্ষে সুদৃঢ় অবস্থানের কারণে পাঠকের কাছে ভোরের কাগজের আলাদা মর্যাদা রয়েছে। ভোরের কাগজের দীর্ঘ পথচলায় সম্পাদক শ্যামল দত্তের ভূমিকার প্রশংসা করেন বক্তারা।