রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেপ্তার চার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০২:৫১ পিএম

সোমবার নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ভোরের কাগজ
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের পশ্চিম বালভরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে স্বপন (২৮), পারইল গ্রামের দেলবরের ছেলে নুর ইসলাম (২৫), পারইল বুড়িপুকুর গ্রামের রেজেক মৃধার ছেলে মুক্তার (২১) ও পারইল ভোলাপাড়া গ্রামের রহিমের ছেলে আসলাম (৪০)।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, জিআর মামলায় তাদের চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।