মাতারবাড়িতে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৪:০৩ পিএম

নির্মাণাধীন মাতারবাড়ি সমুদ্রবন্দর
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দর চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন (৪৫)। তিনি মাতারবাড়ি সমুদ্রবন্দরের নির্মাণকাজে কর্মরত ছিলেন।
আজ শনিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে নির্মাণাধীন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গত ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং। দীর্ঘদিনের উদ্ধার তৎপরতার পর আজ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবুরিরা।
মহেশখালী থানার তদন্ত বিভাগীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ।