আমি ষড়যন্ত্রের শিকার, মুক্তির পর হৃদয় মণ্ডল (ভিডিও)

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৫:২৯ পিএম

রবিবার সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। ছবি: ভোরের কাগজ
জামিনে মুক্ত হয়েছেন বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। গ্রেপ্তার ১৯ দিন পর রবিবার (১০ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।
তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, আমি স্কুল কোয়ার্টারে থাকব। তবে আমি নিরাপদ নই। রাষ্ট্রের কাছে আমি নিরাপত্তা চাই। আমি চাই দেশে যেনো এমন ঘটনা আর কখনও না ঘটে।
এদিন দুপুরে এই শিক্ষককে জামিন দেন মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।
এর আগে পিনপতন নীরবতায় জামিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। সরকার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন অ্যাডভোকেট পল্টু।
জামিন পাওয়ার আগমুহূর্তে শিক্ষক হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদারও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি নিরাপত্তাহীনায় থাকার কথা জানিয়ে বলেন, আমি এখন অনেক খুশি। আমার ছেলে-মেয়েরা পিতা থাকা সত্বেও এতিম ছিল। আমরা চাই তার চাকরিতে যেন কোনো সমস্যা না হয়। আশা করি, তিনি আবার চাকরিতে যোগদান করবেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের পরিবারের নিরাপত্তার দাবি করছি।
ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়।
https://www.youtube.com/watch?v=wvZKeSvbP30