ইন্দুরকানীতে ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি, মানববন্ধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৪:৫২ পিএম

পিরোজপুরে বৃহস্পতিবার ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। ছবি: ভোরের কাগজ
পিরোজপুরের ইন্দুরকানীতে ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টায় প্রেসক্লাব চত্বর সড়কে ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মো. ইকরামুল সিকদারের সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব আহবায়ক আজাদ হোসেন বাচ্চু, সদস্য সচিব আলমগীর মান্নু, সমকাল প্রতিনিধি আহসানুল হক ছগির, আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মো. সাইদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. মনিরুজ্জামান, হাফিজুর রহমান, মেহেদী হাসান, কে এম শামীম, রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মাদক বিরোধী অভিযানের আগে ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাকদকারবারী ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। ঐ তালিকায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম রয়েছে। ঐ তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ভোরের কাগজে কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরেই মিথ্যা মানহানীর মামলা করেন রিফাত।