চট্টগ্রামে বাসচাপায় নিহত ছয়জনের পরিচয় মিলেছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২২, ০১:২১ পিএম

সোমবার চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় নিহত হন সিএনজি অটোরিকশায় থাকা ছয়জন যাত্রী। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে দুজন স্বামী-স্ত্রী। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। তাদের সবার পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ।
আরও পড়ুন : চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহতপটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বিশ্বজিৎ সেন (৪৫) ও তার স্ত্রী রুপনা সেন (৪০), গাছবাড়ীয়া বণিক পাড়ার শুভ ধর (২৭), পটিয়ার রশিদাবাদ গ্রামের সাব্বির হোসেন (২৮), কমলমুন্সির হাট এলাকার রেজাউল করিম ওরফে রফিক (৪৫) ও হুলাইন গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ইছমাইল (৫০)।
সোমবার বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত ও বাসে থাকা সাত-আটজন যাত্রী আহত হন।