অভাবে ছাত্রাবাসে ফিরতে না পেরে ফাঁস দিলেন কলেজছাত্র

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১০:২০ পিএম

রুহুল আমিন। ছবি: সংগৃহীত
পরিবারের আর্থিক অনটনে হতাশ হয়ে যশোরের মনিরামপুরে রুহুল আমিন (১৮) নামে এক কলেজছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৪ জুলাই) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার রাজগঞ্জ এলাকার নূর ইসলামের ছেলে রুহুল আমিন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পরিবারের দাবি, আর্থিক অসচ্ছলতার কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
স্বজনরা জানায়, শনিবার রাতে রুহুল আমিন খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। সকালের দিকে তার মা রহিমা বেগম ছেলেকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে কক্ষে প্রবেশ করলে তিনি দেখতে পান, রুহুল আমিন ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন।
মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, রুহুল আমিন শহরে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতেন। ঈদের আগে তিনি বাড়ি আসেন। আর্থিক অসচ্ছলতার কারণে হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।