হাতিয়ায় ট্রলারডুবি, ৩ জেলের লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৩:৪৪ পিএম

ফাইল ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও এক জেলের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৯ আগস্ট) উপজেলার জাহাজমারার কাছে মেঘনা নদীর দমারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরিফ উদ্দিন, মাইনুদ্দিন ও বাবুলউদ্দিন। নিখোঁজ জেলের নাম বেলাল উদ্দিন। এদের সবার বাড়ি হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ১৬ জন জেলে নিয়ে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাট থেকে ছেড়ে যায় এফ পি হাজী সিরাজ নামীয় একটি মাছের ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার দুপুরে নিঝুমদ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার ও এক জেলে এখনো নিখোঁজ রয়েছে।
ট্রলারের মালিক মো. জহির উদ্দিন জানান, সাগর উত্তাল থাকায় উদ্ধার হওয়া জেলে এবং লাশগুলোকে আনতে দেরি হচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, এসব জেলের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।