×

সারাদেশ

বিজিবির অভিযানে স্বর্ণ ও ইয়াবাসহ এক পাচারকারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ১২:২৮ পিএম

বিজিবির অভিযানে স্বর্ণ ও ইয়াবাসহ এক পাচারকারী আটক
   

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ও ৩ কেজি ৩২২ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ ১ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে।

বিজিবি জানায়, গত বুধবার রাতে বালুখালী বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির রহমতের বিল এলাকায় ওত পেতে থাকে। রাত ৩টা ২০ মিনিটের দিকে কয়েকজন ইয়াবা পাচারকারী সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় সশস্ত্র মাদক চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপর গুলিবর্ষণ শুরু করে। বিজিবি টহলদল জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। তখন চোরাকারবারীরা নাফ নদী পাড় হয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। এরপর টহলদল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যমানের ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

একই রাতে ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এই খবর পাওয়ার পর বিজিবির একটি দহল দল উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র কাস্টমস মোড় নামক স্থানে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে তিনটার দিকে ১ চোরাকারবারি সীমান্ত পার হয়ে কুতুপালং এর দিকে আসতে দেখে তাকে তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। আটককৃত আসামির নাম কবির আহম্মদ (৩০)। তার পিতার নাম জাফর আহমদ। আটককৃত কবির বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা এলাকা বাসিন্দা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App