×

সারাদেশ

লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাত, প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৬:০৫ পিএম

লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাত, প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

   

কুষ্টিয়ার কুমারখালীতে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাত করে নেয়া সানরাইজ বিজনেস সার্ভিস লিমিটেড (এসবিএসএল) কোম্পানির চেয়ারম্যানসহ আটজন প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এরমধ্যে কুমারখালী থেকে নিখোঁজ হওয়া পাঁচজনও রয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় এক প্রেস বিফ্রিয়েং তথ্যটি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

এর আগে গত শুক্রবার রাতে ঢাকা ও কুমারখালীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিবি পরিচয়ে তাদের তুলে নেয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - ঝিনাইদহ জেলার শৈলকুপার চরআউশিয়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পদ্মপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মহসীন আলী (৩১), কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মো. তোফাজ্জেল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন। তারা এর আগে ওএমজি নামের একটি অনলাইন মার্কেটিং কোম্পানিতে চাকরি করতেন।

অন্যান্যরা হলেন কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে মো. আইয়ুব আলী (২৮),পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোস্তফা রাশেদ পান্না (৪৭), যদুবয়রা ইউনিয়নেরর বহলবাড়িয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মো. হাফিজুল রহমান (২৬), জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মো. হাসান আলী (৩৫) ও মহেন্দ্রপুর গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে মো. হান্নান (৩০)।

গ্রেপ্তারদের মধ্যে হাসান আলী, আব্দুল হান্নান, মোস্তফা রাশেদ পান্না, আইয়ুব আলী ও হাফিজুর রহমান গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ডিবি পুলিশ পরিচয়ে তাদের নিজ বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন স্বজনরা। গত বৃহস্পতিবার সকালে কুমারখালী থানায় জিডি আকারে এ ব্যাপারে অভিযোগ করেছিলেন দুই ভুক্তভোগীর স্বজনরা।

প্রেস বিফ্রিংয়ে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, জেলায় সানরাইজ বিজনেস সার্ভিস লি. নামের একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি গ্রাহকদেরকে অধিক মুনাফার লোভ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাত করে পালিয়ে গেছে। কোম্পানিটির প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছে প্রায় ৩০০ পরিবার। কুষ্টিয়া ছাড়াও উক্ত কোম্পানির প্রতারণার বিস্তৃতি ছিল ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী জেলা পর্যন্ত।

প্রতারণার জন্য নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল এপ্লিক্যাশন তৈরি করে গ্রাহকদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে ১২০০ টাকা দিয়ে কোম্পানির আইডি খুলতে বলা হতো। প্রতি আইডি থেকে প্রতিদিন ১০ টাকা ও আইডি বাবদ প্রদান করা ১২০০ টাকার সমমূল্যের পণ্য দেওয়ার আশ্বাস দেয়া হতো। শুরুর দিকে কিছু গ্রাহক টাকা ও পণ্য পাওয়ার কারণে অনেকেই আইডি খুলতে উৎসাহিত হয়েছিল। একসময় গ্রাহকদের লভ্যাংশের টাকা দিতে ব্যর্থ হয়ে আত্মগোপনে চলে যায় প্রতারক চক্র। লগ্নিকৃত টাকা হারিয়ে শত শত গ্রাহক দিশেহারা হয়ে পড়ে।

তিনি আরও বলেন, প্রতারণার প্রেক্ষিতে একজন ভুক্তভোগী গ্রাহক গত ২৬ আগস্ট কোম্পানির চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল গত ২৬ আগস্ট রাত সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা হতে উক্ত এমএলএম কোম্পানির প্রতারক চক্রের পাঁচজন সদস্য হাসান আলী, আব্দুল হান্নান, মোস্তফা রাশেদ পান্না, আইয়ুব আলী ও মো. হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ম্যানেজিং ডাইরেক্টর মহসীন আলী ও ফিন্যান্স ডাইরেক্টর মো. ইমরান হোসেনকে ঢাকার মিরপুর এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App