রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও গরু জব্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩০ পিএম

বৃহস্পতিবার রাতে রামগড় ৩৪ বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা। ছবি: ভোরের কাগজ।
খাগড়াছড়ির রামগড় ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকারের শাড়ি-লেহেঙ্গা, গবাদিপশু ও মদ জব্দ করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন মাটিরাঙার লক্ষিছড়া বিওপির পিলাকছড়া এলাকা থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি এবং সকালে ভূজপুর থানার বাগান বাজার বিওপির যোতীরচর এলাকা থেকে মালিকবিহীন দুইটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি।
জব্দকৃত শাড়ি ও লেহেঙ্গার মূল্য ছয় লাখ ৫৮ হাজার ৪০০ টাকা এবং জব্দকৃত গরুর মূল্য ৮৫ হাজার টাকা।
এর আগে বুধবার রাত নয়টার দিকে রামগড়ের কাশিবাড়ী মন্দিরঘাট এলাকা থেকে মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মূল্য ১৮ হাজার টাকা।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত শাড়ি ও গরু সীতাকুণ্ড কাস্টমসে জমা করা হয়েছে এবং জব্দকৃত মদ পরবর্তীতে ধ্বংসের জন্য জোন সদরে জমা করা হয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান বলেছেন, অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।