সাপের কামড়ে প্রাণ গেল বউ-শাশুড়ির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে মারা গেছেন জয়নব বেগম (৫০) ও কামরুন্নাহার (২৮) নামে দুই নারী। এরা সম্পর্কে বউ-শাশুড়ি।
সোমবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত দুইটার দিকে ঘুমন্ত অবস্থায় ওই এলাকার হাবিবুল বাশারের স্ত্রী কামরুন্নাহারকে হঠাৎ সাপে কামড় দেয়। তার আত্মচিৎকারে তার শাশুড়ি জয়নব বেগম পাশের ঘর থেকে ছুটে আসলে তাকেও কামড় দেয়। রাতেই আক্রান্ত দু’জনকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে তারা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ভোরে তাদেরকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাদেরকে কুষ্টিয়ার ২৫০শ’ শয্যার হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেয়ার পথে কামরুন্নাহার মারা যান। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মারা যান শাশুড়ি জয়নব বেগমও। জয়নব বেগম স্থানীয় আব্দুস সাত্তারের স্ত্রী।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুজ্জামান সাপে কামড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।