×

সারাদেশ

ঘূর্ণিঝড়ে পূজামণ্ডপ লণ্ডভণ্ড, আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৭:০২ পিএম

ঘূর্ণিঝড়ে পূজামণ্ডপ লণ্ডভণ্ড, আহত ৫

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড পূজামণ্ডপ পরিদর্শন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

   

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে দুর্গাপূজা উদযাপনের জন্য তৈরি করা একটি মণ্ডপ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন প্রায় পাঁচজন। শনিবার (১ অক্টোবর) দুপুরে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 এর আগে একই দিন ভোর ৬টার দিকে ওই ইউনিয়নের অমরপুর রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

পূজামণ্ডপের সভাপতি রাজন চন্দ্র পাল বলেন, শনিবার ভোর ৬টার দিকে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে অমরপুর রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজামণ্ডপে নির্মিত প্যান্ডেল উড়ে যায়। এ সময় প্রতিমা দুর্গার মাথা ভেঙে যায় ও অন্যান্য বেশির ভাগ প্রতিমার হাতসহ সাজসজ্জা নষ্ট হয়ে যায়।

তিনি আরও জানান, পূজামণ্ডপের প্রধান গেট দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় পূজামণ্ডপের পুরো বৈদ্যুতিক লাইটিং বজ্রপাতে জ্বলে যায়। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখন নাথ মন্দিরের মূল ভবনে নতুন করে দুর্গাপূজা উদযাপনের আয়োজন করা হচ্ছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার সকালে খবর পেয়ে অমরপুর রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রমের ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। নতুনভাবে পূজা উদযাপনে মণ্ডপ তৈরি করতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App