সাজেকে পাহাড় ধস, যানবাহন চলাচল বন্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০১:৪৩ পিএম

পাহাড় ধসের পর সেনা সদস্যরা মাটি সরানোর কাজ করেন। ছবি: ভোরের কাগজ


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধসের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকালে ৮টার দিকে ওই সড়কের নন্দরাম নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারণে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি পড়ে। এতে ওই রুটের যানবাহল চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে মাটি সরানোর কাজ করছে।

সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল হক জানান, বুধবার সকালের দিকে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়েছে। আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনী সকাল থেকে সড়কের মাটি সরানোর কাজ করছে আশা করছি কয়েক ঘন্টার মধ্যে কাজ শেষ হবে।
অপরদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাজেকগামী পর্যটকরা। সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় ৫শতাধিক গাড়ি আটকা পড়েছে।