×

সারাদেশ

অজপাড়াগাঁয়েও উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১০:৫৭ এএম

অজপাড়াগাঁয়েও উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার তুলে দিচ্ছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। ছবি: ভোরের কাগজ

   

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, আজকে উন্নয়নে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। অজপাড়াগাঁয়েও মানুষ এখন উন্নয়নের সুফল পাচ্ছে। আমাদের এই জায়গাটিও একসময় অজপাড়া ছিল। আজকে সেই অজপাড়াগাঁয়েও অনেক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে এ উন্নয়ন সম্ভব হয়েছে। সে জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনার নামে অজপাড়াগাঁয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে সাতকানিয়ার আমিলাইষ ব্যাংক মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খেলাধুলা হচ্ছে তরুণদের প্রাণ, শিশুদের প্রাণ ও যুবকদের প্রাণ। আজকের তরুণরা খেলাধুলা থেকে অনেক পিছিয়ে গেছে। আমরা অনেক দূরে সরে যাচ্ছি খেলাধুলা থেকে। আমাদের আগের জায়গায় ফিরে আসতে হবে। আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলাম সিআইপি, প্রবাসী মহিউদ্দিন ফয়সাল, আমিলাইষ শক্তি সংঘের সভাপতি শ্যামল দত্ত, হারাধন শীল, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান ও মিজানুর রহমান মারুফ।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ও সাংগঠনিক সম্পাদক আলমগীর সাদেক। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন আমিলাইষ ১নং ও ৫নং ওয়ার্ড ফুটবল একাদশ। এতে রানার্স আপ হয় ৫ নং ওয়ার্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App