ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৭ ইউনিটের ছয়টিই বন্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৫:২৪ পিএম

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ফাইল ছবি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাতটি ইউনিটের ছয়টির উৎপাদনই বন্ধ রয়েছে। বছরের বেশিরভাগ সময় এসব ইউনিটে যান্ত্রিক ত্রুটি লেগেই থাকে। অথচ এই বিদ্যুৎকেন্দ্রই দেশীয় বিদ্যুতের নার্ভ হিসেবে পরিচিত।
সোমবার (১৭ অক্টোবর) শুধু ৪ নম্বর ইউনিটের ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দিয়ে চলছে এ তাপবিদ্যুৎ কেন্দ্র।
নাজুক এ অবস্থা প্রসঙ্গে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক বলেন, গত ৪ অক্টোবর দুপুর দুইটা পাঁচ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় ইউনিটটি সাতদিন পর চালু করা গেলেও চালুর মাত্র দুই দিন পরই আবার ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে আবারো বন্ধ হয়ে যায় এর উৎপাদন।