আলফাডাঙ্গায় ৩০ অসহায় প্রতিবন্ধী পেল 'হুইল চেয়ার'

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৯:১০ পিএম

আলফাডাঙ্গায় ৩০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে অত্যাধুনিক হুইল চেয়ার বিতরণ করা হয়। ছবি: ভোরের কাগজ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে অত্যাধুনিক হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক ব্যক্তিগত অর্থায়নে এসব বিতরণ করেন।
সভায় প্রধান অতিথি বলেন, অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সুস্থ মানুষের ঈমানী দায়িত্ব। আমি যতদিন বেঁচে থাকবো অসহায় প্রতিবন্ধী মানুষের সেবা করে যাব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিকের পরিচয়পত্র দিয়েছেন। অসহায় মানুষের কল্যাণে কাজ করে জননেত্রী শেখ হাসিনা আজ মানবতার মা হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছেন। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন সহায়তা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দোলা রানা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা প্রমুখ।