
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১২:০১ পিএম
আরো পড়ুন
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে মাছ জব্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

ছবি: ভোরের কাগজ
ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মাছ জব্দ করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে বুধবার গভীর রাতে উপজেলার গঙ্গাসাগর থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ হওয়া প্রায় ২৮০ কেজি শিং মাছ নিলামে বিক্রি করা হয়। অভিযানের সময় তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ইউএনও) অংগ্যজাই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গঙ্গাসাগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ জব্দ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে মাছ জব্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

ছবি: ভোরের কাগজ
ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মাছ জব্দ করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে বুধবার গভীর রাতে উপজেলার গঙ্গাসাগর থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ হওয়া প্রায় ২৮০ কেজি শিং মাছ নিলামে বিক্রি করা হয়। অভিযানের সময় তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ইউএনও) অংগ্যজাই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গঙ্গাসাগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ জব্দ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।