রামগড়ে বিজিবি'র অভিযানে ভারতীয় মদ জব্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৫:১১ পিএম

বিজিবি'র অভিযানে জব্দ ভারতীয় মদ। ছবি: ভোরের কাগজ
খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি'র পৃথক তিনটি অভিযানে ১০৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময়ে ব্যাটালিয়ন অধীনস্থ ভূজপুর থানার নলুয়াটিলা নামক স্থান হতে ৩৫ বোতল, জোরারগঞ্জ থানার বৈদ্য গেরামারা নামক স্থান হতে ২৮ বোতল এবং ভূজপুর থানার সিকদারখিল নামক স্থান হতে ৪০ বোতলসহ মোট ১০৩ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি টহলদল।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মদ স্ব-স্ব থানায় জিডি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, বিজিবি'র নিয়মিত অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছে। মাদক ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ রুখতে বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে।