চট্টগ্রামে সেক্টর কমান্ডার্স ফোরামের প্রদীপ প্রজ্জ্বলন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫১ পিএম

ছবি: ভোরের কাগজ
‘মুক্তিযুদ্ধের চেতনার প্রদীপ্ত শিখায় দূরীভূত হোক সকল অন্ধকার’ প্রত্যয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ৭১-এ যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তারা আজও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। বিজয়ের পাঁচ দশক পরে এসেও জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারা বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে অব্যাহতভাবে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা আইন করে স্বাধীনতা বিরোধীদের সকল রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ৩০ লাখ শহীদের আত্মদানে সশস্ত্র মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস হতে পারে না।