অভয়নগরে পায়রাহাট কলেজের পুনর্মিলনী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৮:৫০ পিএম

ছবি: ভোরের কাগজ
উৎসবমুখর পরিবেশ ও আনন্দ উল্লাসে অভয়নগরে পায়রাহাট ইউনাইটডে কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথমদিন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তােলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে শিক্ষার্থদের অংশগ্রহণে পায়রাবাজারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পায়রাবাজার প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
কলেজের সভাপতি জাকির হােসেন তরফদারের সভাপতিত্বে কলেজ চত্ত্বরে আলােচনা সভায় বক্তব্য রাখেন, জ্বাণানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হাসানুজ্জামান রিপন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, সাবকে ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদার।
এসময় কলেজের শিক্ষার্থী ও খুলনার ব্যান্ড দল সংগীত পরিবেশন করেন।