‘পিপিএম সেবা’ পদক পেলেন পুলিশ সুপার রাফিউল আলম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ পিএম

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্ৰশংসনীয় অবদানের জন্য ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা’ পদকে ভূষিত হলেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর মেট্রোপলিটন রাজারবাগ পুলিশ লাইন্স ময়দানে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এই পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় দেশের ১১৫ পুলিশ সদস্যকে সাহসিকতার পুরস্কারস্বরূপ বিপিএম ও পিপিএম পদক দেয়া হয়।
যেসব অবদানের জন্য এই সম্মান জনক ‘পিপিএম সেবা পদক’ পেয়েছে সেই ধারা অব্যাহত রাখার আশা করেন পুলিশ সুপার রাফিউল আলম। এদিকে পুলিশ সুপার রাফিউল আলমের পদক পাওয়ায় মেহেরপুর জেলা পুলিশের সব সদস্য তাকে অভিনন্দন জানিয়েছেন।