শীতার্তদের মাঝে মাগুরা জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৬:২৩ পিএম

ছবি: ভোরের কাগজ
পুলিশ জনগণের বন্ধু। এটাই প্রমাণ করলো মাগুরা জেলা পুলিশ। পৌষর এই কনকনে ঠান্ডায় পল্লীতে ঘুরে ঘুরে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে মাগুরা শহরেরসহ প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে বেদে পল্লীতে সরেজমিন উপস্থিত ছিন্নমূল মানুষের মাঝে হয়ে শীতবস্ত্র বিতরণ করেন মাগুরা জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মো. কলিমুল্লাহ।
এছাড়াও মাগুরার শ্রীপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. নাজিম উদ্দিন আল আজাদ (পিপিএম)।
অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের কর্তব্য। আসুন আমরা এগিয়ে আসি, তীব্র শীতে অসহায় মানুষের পাশে থাকি। পুলিশ জনগণের বন্ধু, অপরাধীর কাছে আতংক। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমার ডিপার্টমেন্টসহ মানব জীবন স্বার্থক হবে।