পানছড়িতে সিএনজি, ভারতীয় মদসহ আটক ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:১৪ পিএম

সোমবার সিএনজি ও ভারতীয় মদসহ এক আদিবাসী তরুণকে আটক করে পানছড়ি থানা পুলিশ। ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৩৪ বোতল ভারতীয় মদ ও সিএনজিসহ এক আদিবাসী তরুণকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) বিকেল তিনটার দিকে পানছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই তরুণের নাম চিজি মুনি চাকমা (৩২)। তার পরিচয়- রাঙামাটি উপজেলার গুইছড়ি এলাকার ভাক্তা বিন্দু চাকমার ছেলে।
[caption id="attachment_397275" align="aligncenter" width="780"]
গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিমের নেতৃত্বাধীন পুলিশের একটি দল পানছড়ি বাজার এলাকায় অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকেল তিনটার সিএনজিতে তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ও সিএনজিসহ ওই তরুণকে আটক করা হয়।
[caption id="attachment_397276" align="aligncenter" width="1040"]
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন ছিলো।